২০ এপ্রিল, ২০২৪

Marine Drive: মুখ্যমন্ত্রীর হাতে উদ্বোধনের একমাসের মাথায় বন্ধ কাঁথি-দিঘা মেরিন ড্রাইভ
CN Webdesk      শেষ আপডেট: 2022-10-14 14:15:58   Share:   

উদ্বোধনের এক মাসের মাথায় বন্ধ হয়ে গেল কাঁথি-দিঘা মেরিন ড্রাইভ (Contai-Digha Marine Drive)। মেরামতির কারণে প্রশাসনিক নির্দেশে এই সিদ্ধান্ত। পূর্ব মেদিনীপুর (East Midnapur) পর্যটনে নতুন পালক জুড়েছিল এই মেরিন ড্রাইভ। সমুদ্রের তীর ধরে কাঁথি-দিঘা পৌছনোর এই রাস্তা ১৪ সেপ্টেম্বর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী (CM Mamata)। ওই পথে থাকা সবক'টি পর্যটনস্থল ছুঁয়ে গিয়েছে এই মেরিন ড্রাইভ। খুব অল্প সময়ের মধ্যে কাঁথি-দিঘা পৌছনোর এই রাস্তা জলোচ্ছ্বাসের কারণে ক্ষতিগ্রস্ত। মূলত মন্দারমনি এবং শঙ্করপুরের মাঝের রাস্তা মেরামত করছে সেচ দফতর।

পাশাপাশি চলছে ক্ষতিগ্রস্ত সমুদ্র বাঁধ সারাইয়ের কাজ। ফলে রাস্তাটি চলাচলের অনুপযুক্ত হয়েছে। পর্যটকদের অসুবিধার মুখে পড়তে হয়েছে। প্রশাসন সূত্রে জানা যায়, বঙ্গোপসাগরে প্রাকৃতিক দুর্যোগের কারণেই মেরিন ড্রাইভের রাস্তা সম্পূর্ণভাবে তৈরি করা সম্ভব হয়ে ওঠেনি। তবে তা শীতকালের মধ্যেই সম্ভব হয়ে যাবে। এবিষয়ে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজি বলেন, 'ওখানে কাজ চলছে। রাস্তা বন্ধের জন্য বোর্ড লাগানোর নির্দেশ দেওয়া হয়েছিল। কেন লাগানো হয়নি, জানতে চেয়েছি। এখন ওই রাস্তা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রাস্তার কাজ সম্পন্ন হলেই রাস্তা খুলে দেওয়া হবে।'


Follow us on :