২৬ এপ্রিল, ২০২৪

Train: আন্দোলন অব্যাহত, দক্ষিণ-পূর্ব শাখায় বাতিল বহু ট্রেন, দেখে নিন সেই তালিকা
CN Webdesk      শেষ আপডেট: 2023-04-07 12:31:12   Share:   

জোরালো হচ্ছে কুড়মী (Kurmi) আন্দোলন, তার জেরেই শুক্রবারও বাতিল বহু ট্রেন (Train)। পাশাপাশি বাতিল (Cancel) শনিবার ও রবিবারের কিছু ট্রেন ফলে চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ও আদ্রা শাখার হাজার হাজার যাত্রীকে। সঙ্গে দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে বহু এক্সপ্রেস ট্রেন যাত্রীদের। বুধবার ও বৃহস্পতিবার যথাক্রমে ৬৬ টি ও ৮৫টি ট্রেন বাতিল করা হয়েছিল। সেই মত আজ অর্থাৎ শুক্রবারও বাতিল করা হয়েছে ৫৯টি ট্রেন। যার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রেনও আছে। দক্ষিণ-পূর্ব রেল সূত্রে খবর, চলতি মাসের ৫ তারিখ থেকে এখনও অবধি ২২৩টি ট্রেন বাতিল করা হয়েছে।


এছাড়া এখনও ৮ তারিখের ৪ টি ট্রেন বাতিলের ঘোষণা করেছে দক্ষিণ-পূর্ব রেল কতৃপক্ষ। এছাড়া বৃহস্পতিবারের মতো ৮টি ট্রেনের যাত্রাপথ আদ্রা থেকে ঘুরিয়ে সংক্ষিপ্ত করে চালানো হচ্ছে। শুক্রবার বাতিলের তালিকায় রয়েছে, হাওড়া-চক্রধরপুর এক্সপ্রেস, টাটানগর ধানবাদ এক্সপ্রেস, রাচি-বোকারো-স্টিল সিটি হাওড়া এক্সপ্রেস। এছাড়া বৃহস্পতিবারের মতো, নিউদিল্লি-পুরি, হাওড়া-আজাদহিন্দ, দুরন্ত-মুম্বাই এক্সপ্রেস বাতিল করা হয়েছে। বাতিল কিছু মেমু ট্রেনও।



Follow us on :