২৮ মার্চ, ২০২৪

Mango: গরমের আগেই আমরস! আবহাওয়ার খামখেয়ালিপনায় আম চাষিদের মুখে হাসি
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-18 17:29:35   Share:   

আবহাওয়ার খামখেয়ালিপনায় সময়ের আগেই এবছর আমের মুকুল (Mango) ধরেছে গাছে। গরমের শুরুতেই আমের রস স্বাদন পাবে বঙ্গবাসী। ফেব্রুয়ারি মাসে ঠান্ডার দাপট এবছর দেখা যায়নি। প্রকৃতির জাদুতে এবছর মালদায় (Malda) সময়ের প্রায় ২০ দিন আগেই আমের মুকুল ধরেছে। এই জেলার সবচেয়ে অর্থকারী ফসল রেকর্ড ভাঙতে পারে এবছর। এদিকে আবার মালদায় শুক্রবার সন্ধ্যা থেকেই শুরু হয়েছে বৃষ্টি। চৈত্র শেষের এই বৃষ্টি আম চাষিদের মাথায় আশির্বাদ রূপেই নেমেছে। 

আম চাষিরা এই বিষয়ে বলেন, আমরা চাষিরা কান্নাকাটি করছিলাম। বারবার ভগবানের কাছে প্রার্থনাও করছিলাম, যাতে একটু বৃষ্টি হয়। তাই শুক্রবারের বৃষ্টিতে খুব খুশি আম চাষিরা। এই বৃষ্টির জন্য যেভাবে গাছে মুকুল ধরেছিল, আশা করছি ঠিক সেভাবেই ফলন হবে। 

এই বিষয়ে মালদহ জেলা উদ্যান পালন আধিকারিক সামন্ত লায়েক বলেন, 'ঝড়, বৃষ্টি, তারতম্য ও বিভিন্ন কারণে গত বছর আমাদের প্রোডাকশনটা মার খেয়েছে। তবে এবছর এখনও অনুকূল আবহাওয়াতে মুকুল পর্যাপ্ত পরিমাণে এসেছে। যদি আগামীতে কালবৈশাখির ঝড়, শিলাবৃষ্টি এইগুলি না ঘটে তাহলে আমরা আশা রাখছি এই প্রোডাকশনটা ৩ লক্ষ ৭৫ হাজার মেট্রিক টন ছাড়িয়ে যতে পারে।'           


Follow us on :