২৯ মার্চ, ২০২৪

Mamata: বিজয়া সম্মিলনীতেও সিবিআই-ইডি প্রসঙ্গে সরব মমতা, 'আয়নায় মুখ দেখুন', পাল্টা শুভেন্দু
CN Webdesk      শেষ আপডেট: 2022-10-13 20:42:58   Share:   

ভবানীপুর উত্তীর্ণ মুক্তমঞ্চে আয়োজিত বিজয়া সম্মিলনী (Bijoya Meet) অনুষ্ঠানে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার নিয়ে সরব ছিলেন মুখ্যমন্ত্রী (CM Mamata)। বৃহস্পতিবার নাম না করে বিজেপিকে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কটাক্ষ, 'আন্দোলন কি পুলিসকে মেরে, ঘরে বসে এজেন্সি (CBI-ED) ব্যবহার করে হয়? এখন তোমরা ক্ষমতায় আছো তাই এজেন্সি ব্যবহার করছো, কাল যখন থাকবে না, তখন তোমার ঘরে এজেন্সি গিয়ে কান মুলে দেব। সেদিনের জন্য তৈরি থাকুন, একদিন জনগণ, জনতার দরবারে গণতন্ত্রের কান এঁদের মুলে দেবে।'

এদিনের অনুষ্ঠানে তিনি দক্ষিণ কলকাতার এক পুজোয় গান্ধীজিকে অসুর সাজিয়ে বসানো প্রসঙ্গে সমালোচনায় সরব ছিলেন। তাঁর প্রশ্ন, 'শিখদের ধর্মগুরু, জৈনদের ধর্মগুরু বা যিশুখ্রিস্টকে অপমান করলে কেউ ছেড়ে কথা বলবে? তোমরা মহাত্মা গান্ধীকে অসুর বানিয়ে ছেড়ে দিলে, মা দুর্গা বধ করবে! আমি তো পুলিসকে ধন্যবাদ দেব, ওরা তাড়াতাড়ি পদক্ষেপ করেছে। গান্ধীজিকে সরিয়ে আসল অসুর এনে বসিয়েছে।'

উত্তীর্ণর অনুষ্ঠানে তিনি দুর্গা পুজো অনুদানের ইতিবাচক দিক নিয়ে সরব ছিলেন। তিনি জানান, পুজোয় ৫০ হাজার কোটি টাকা আয় হয়েছে। যারা প্রশ্ন করেন কেন ক্লাবকে টাকা দিলেন, তাঁরা কি প্রশ্ন করেন ফুচকাওয়ালার ফুচকা কেমন খেলেন? ঝালমুড়ি কেমন খেলেন? সারারাত ঘুরলে সঙ্গে টুকটাক কিছু না থাকলে হয়! পুজোয় সবচেয়ে বেশি গরিব লোকের আয় হয়, কর্মসংস্থান হয়।

এদিকে, এজেন্সি প্রশ্নে মুখ্যমন্ত্রীর খোঁচাকে পাল্টা বিঁধেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানান, এজেন্সি-এজন্সি করে কোন লাভ নেই। পার্থ চট্টোপাধ্যায়, তাঁর বান্ধবীদের বাড়িতে যে টাকা রেখেছিলেন, সেটা কোন এজেন্সি বা রাজনৈতিক দল এনে রেখেছিল? মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখ আয়নায় দেখুক। গত কয়েক মাসে যেভাবে টাকা উদ্ধার হয়েছে, সেটা অন ক্যামেরা প্রমাণ-সহ বাজেয়াপ্ত হয়েছে। তাছাড়া কোর্টের নির্দেশেই কেন্দ্রীয় সংস্থা তদন্ত করছেন।'


Follow us on :