২০ এপ্রিল, ২০২৪

Fake: শহরে ফের ফেক কল সেন্টারের হদিশ, আটক দুই কর্তা-সহ মোট ১৬ জন
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-28 15:22:42   Share:   

শহরে ফের ভুয়ো কল সেন্টারের (Call Center) হদিশ। সোমবার সল্টলেক (Salt Lake) সেক্টর ফাইভে, সাইবার ক্রাইম (Cyber Crime) থানা এলাকার ঘটনা। পুলিস সূত্রে খবর, ওই কল সেন্টারে তল্লাশি চালিয়ে ৫ লক্ষ ৬৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ওই ঘটনায় ১৬ জনকে আটক করা হয়েছে বলে সূত্রের খবর। সল্টলেকে ভুয়ো কল সেন্টার নতুন নয়। শহরজুড়ে বারবার টাকা লোপাট, লোনের নামে প্রতারণার অভিযোগ আসছিল। তদন্তে নেমে ভুয়ো কল সেন্টারের সূত্র পায় পুলিস। সেইমতো সোমবার ওই কল সেন্টারে হানা দেয় পুলিস, তল্লাশি চালিয়ে, উদ্ধার হয়েছে কম্পিউটার, স্মার্টফোন, প্রতারিতদের বহু নথি এবং ডেবিট কার্ড, এছাড়া কিপ্যাড মোবাইল-সহ বিভিন্ন নথি।

পুলিস জানিয়েছে, কিছু ব্যক্তি একটি প্রাইভেট লিমিটেড কোম্পানির নামের আড়ালে ফেক কল সেন্টারের ব্যাবসা চালাচ্ছিল। সেক্টর ফাইভের বহুতলে ২০২২ সালের ডিসেম্বর মাস থেকে, অফিস ভাড়া করে চলছিল এই প্রতারণা চক্র। কোম্পানির মোবাইলের টাওয়ার বসানো এবং লোন পাইয়ে দেওয়ার নাম করে আসাম সহ ভারতের বিভিন্ন রাজ্যের মানুষদের প্রতারণা করত এই সংস্থা। সোমবার তল্লাশি চালানোর পর, বিধাননগর সাইবার ক্রাইম থানার হাতে গ্রেফতার, দুই ডিরেক্টর-সহ মোট ১৬ জন।


Follow us on :