২৮ মার্চ, ২০২৪

Water: দুর্গাপুরে অবৈধভাবে পাম্প লাগিয়ে ভূগর্ভস্থ জল 'চুরি', জলসংকট আতঙ্ক
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-06 14:21:08   Share:   

বোরিং করে দেদার ভূগর্ভস্থ জল চুরির অভিযোগ দুর্গাপুরে। শহরের ১৩ নম্বর ওয়ার্ডের বিধানপল্লী এলাকায় রীতিমতো সাবমার্শাবেল পাম্প লাগিয়ে চলছে ভূগর্ভস্থ জল চুরি। যার জেরে লাগোয়া ১৪ নম্বর ওয়ার্ডেও বেশ কিছু জায়গায় জলের স্তর নেমেছে। ব্যাপক ভোগান্তির মুখে দুর্গাপুরের বেশ কিছু এলাকার মানুষ। অভিযোগ, 'বোরিংয়ের অনুমতি পুরসভা দেয় না। কিন্তু কীভাবে বোরিং চলছে জানা নেই। একটা চক্র সম্ভবত মোটা টাকার বিনিময়ে এই সাবমার্শাবেল পাম্পগুলি লাগিয়ে জল চুরি চলছে। যার জেরেই এই ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছে গোটা এলাকায়। ভবিষ্যতে আরও সংকট তৈরি হবে।'

এই বিষয় নিয়ে সিপিএম-এর জেলা সম্পাদকমণ্ডলীর এক সদস্য জানান, 'বামফ্রন্টের আমল থেকে ভূগর্ভস্থ জল কীভাবে ব্যবহার করা হবে তার একটা আইন আছে। প্রোমোটাররা যেভাবে ফ্ল্যাটের জন্য সাবমার্শাবেল ব্যবহার করছে তার ফলে ভূগর্ভস্থ জলের স্তর নেমে যাচ্ছে। যার ফলে জলসংকট অতি দ্রুততার সঙ্গে আসছে।' 

এই বিষয়ে জেলা বিজেপির সহ-সভাপতি বলেন, 'দুর্গাপুর নগর নিগম এলাকায় সাবমার্শাবেল পাম্প ব্যবহার করতে পারে না। তবুও করলে প্রথমে কর্পোরেশনের এনওসি লাগবে, পরে ওখানে যিনি জল দফতরের দায়িত্বে আছেন তাঁকে জানানো উচিত। প্রকৃত অর্থে কর্পোরেশনের এই বিষয়গুলিকে রেইড করে অভিযুক্তদের গ্রেফতার করা উচিত।'    

  দুর্গাপুরের নগর নিগমের সদস্যা রাখী তেওয়ারি বলেন, 'এই বিষয়ে কর্পোরেশনেও একটা লিখিত অভিযোগ এসেছে। এই অবৈধ বোরিং করার কথা আমি জল দফতরের দায়িত্বে থাকা দিলীপ লাহাকে জানিয়েছি। নিশ্চয় কর্পোরেশন যথাযোগ্য ব্যবস্থা নেবেন। কারণ এভাবে যেখানে সেখানে বোরিং করার নিয়ম নেই। আর দুর্গাপুরে যাতে জলসংকট না হয় তার পূর্ণ প্রচেষ্টা করবে কর্পোরেশন।'


Follow us on :