১৯ এপ্রিল, ২০২৪

Elephant: চা বাগান সংলগ্ন জঙ্গলে হাতির দেহ, কারণ জানতে দেহের ময়না তদন্ত
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-15 15:00:05   Share:   

চা বাগান লাগোয়া জঙ্গলে হাতির দেহ(Elephant carcass) উদ্ধার। তবে মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। জলপাইগুড়ির(Jalpaiguri) রাজগঞ্জ ব্লকের বৈকুন্ঠপুর জঙ্গলের ঘটনা। ঘটনাস্থলে ছিলেন বৈকুন্ঠপুর বন বিভাগের শালুগাড়া রেঞ্জের বনকর্মীরা(Forest Officer)। ইতিমধ্যেই দেহটির ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। ঘটনার জেরে শোকাহত গোটা রাজগঞ্জ ব্লক। জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে সরস্বতীপুর চা বাগান সংলগ্ন বৈকুন্ঠপুর জঙ্গলে হাতির দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাঁরাই সঙ্গে সঙ্গে খবর দেন বন দফতরে। খবর পেয়েই তড়িঘড়ি বৈকুন্ঠপুর জঙ্গলে আসেন বন দফতর কর্মীরা।    

 বন দফতর সূত্রে জানা গিয়েছে, মৃত হাতির বয়স আনুমানিক ১২ বছর। তবে ঠিক  কী কারণে হাতির মৃত্যু হয়েছে তা এখনও পরিষ্কার নয়। এই বিষয়ে বন দফতরের কর্তারা কোনও মন্তব্য করতে চাননি। বন দফতর থেকে ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তে জন্যে নিয়ে যাওয়া হয়েছে। 


Follow us on :