১৭ এপ্রিল, ২০২৪

Alipurduar: চা বাগানে চিতাবাঘের আক্রমণ জখম চা শ্রমিক, বক্সারে ৮৬টি চিতল হরিণ
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-18 10:16:08   Share:   

চিতাবাঘের (Leopard Attack) হানায় জখম হলেন এক চা শ্রমিক। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের (Alipurduar) কালচিনি ব্লকের মেচপাড়া চা বাগানে। আহতকে অন্য শ্রমিকরা উদ্ধার করে লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। জানা গিয়েছে, জখম ওই চা শ্রমিকের নাম টিকে থোকর। ঘটনার দিন বিকেলে টিকে নামের ওই ব্যক্তি চা বাগানে কাজ করছিলেন। আচমকাই তাঁর উপরে ঝাঁপ দিয়ে পড়ে একটি চিতাবাঘ। তাঁর চিৎকার শুনে অন্য শ্রমিকরা ছুটে এলে চিতাবাঘটি ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।  


অন্যদিকে, ফের বক্সার জঙ্গলে ছাড়া হল চিতল হরিণ। বীরভূমের বল্লভপুর অভয়ারণ্য থেকে ৮৬টি চিতল হরিণ নিয়ে এসে বক্সার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। বক্সা ব্যাঘ্র প্রকল্পে বাঘেদের খাদ্য ভান্ডার সুনিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত, জানালেন বন দফতর। বন দফতর থেকে আরও জানা যায়, মোট তিনটি কন্টেনারে চাপিয়ে হরিণ গুলিকে বক্সা ব্যাঘ্র প্রকল্পে নিয়ে আসা হয়। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ধকল কাটিয়ে হরিণ গুলিকে সুস্থ অবস্থাতেই প্রকৃতিতে উন্মুক্ত করা হয়েছে।


Follow us on :