অভাবের তাড়নায় পঞ্চায়েতের সদস্য পদ থেকে পদত্যাগ। পরে ভিন রাজ্যে কাজের উদ্দেশ্যে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় বার্তা শাসকদলের পঞ্চায়েত সদস্যর। এর আগে শাসকদলের পঞ্চায়েত সদস্যদের অফুরন্ত কামাই এবং দুর্নীতির খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে বহুবার দেখা গিয়েছে। কিন্তু এ যেন এক ভিন্ন ছবি।
আলিপুরদুয়ারের শামুকতলার বাসিন্দা অমিত ভট্টাচার্য। তিনি দল নয়, নিজের ভিটেই ছাড়ছেন। সেইসঙ্গে নিজের পদটিও আর জোর করে ধরে রাখতে চাইছেন না। এমএ পাশ পঞ্চায়েত সদস্য অমিত সিদ্ধান্ত নিয়েছেন, ভিনরাজ্যে কাজের খোঁজে চলে যাবেন। খুব যে খুশি মনে এই সিদ্ধান্ত, তা নয়। সংসার চালাতে, উপার্জন করতে এই পথ বেছে নেওয়া ছাড়া আর কোনও উপায় ছিল না বলে সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে জানালেন তিনি।
ইতিমধ্যেই ব্লক প্রশাসনের কাছে তাঁর ইস্তফাপত্র জমা করেছেন। তবে পদত্যাগপত্রের নিয়মগত কিছু ত্রুটি থাকার জন্য তা এখনও গ্রহণ করেনি ব্লক প্রশাসন। সেই ঘটনাও তিনি তাঁর ভিডিও বার্তায় তুলে ধরেছেন। নিজের পঞ্চায়েত এলাকার সমস্ত বাসিন্দার কাছে হাতজোড় করে ক্ষমা চেয়েছেন অমিত। আর অমিতের সেই ভিডিও বার্তায় শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়।