ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর(Anish Khan's death) জোরদার প্রভাব পড়েছে কলকাতায়ও। শনিবার সন্ধ্যায় পার্কসার্কাসে অবরোধে নেমেছিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের (Alia University) পড়ুয়ারা। সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন আনিস খান। আনিসের মৃত্যু নিয়ে ফেসবুক পোস্ট করে দোষীদের শাস্তি আশ্বস্ত করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ(Kunal Ghosh)।
তিনি ফেসবুকে লেখেন, 'আনিসের মৃত্যু অস্বাভাবিক ঘটনা।দুঃখের। পুলিস দেখছে। আশা করি খুনিরা প্রাপ্য শাস্তি পাবে।'
উল্লেখ্য, শনিবার পার্ক সার্কাসে প্রতিবাদকারীরা মোমবাতি মিছিল, মানববন্ধন সহ নানাভাবে প্রতিবাদে তাঁরা মুখর হয়ে ওঠেন। পুলিস সরাতে গেলে খণ্ডযুদ্ধ বেধে যায়। আন্দোলনকারীরা হুমকি দিয়েছেন, তাঁরা ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন। ইতিমধ্যেই ২২শে ফেব্রুয়ারি মহাকরণ অভিযানের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা।
আন্দোলনকারীদের অভিযোগ, রাজনৈতিক চক্রান্তের বলি হয়েছেন আনিস। তাঁকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। আমতাতেও এই ঘটনার প্রতিবাদে শনিবার আন্দোলন শুরু হয়।
প্রসঙ্গত, পুলিসের পোশাক পরে কয়েকজন আনিসের সন্ধানে তাঁর হাওড়ার বাড়িতে যাওয়ার পরই ঘটে এই মর্মান্তিক ঘটনা । তিনতলার ছাদ থেকে পড়ে আনিসের মৃত্যু হয়। যারা এসেছিল, তারা আদৌ পুলিস কিনা, তা নিয়ে পরিবারের লোকজন সন্দেহ প্রকাশ করেছেন।