১৯ এপ্রিল, ২০২৪

TET: রবিবার বেলা ১২টায় চলতি বছরের টেট পরীক্ষা, থাকছে পর্যাপ্ত বাস-ট্রেন! দেখুন পর্ষদের নিয়মাবলী
CN Webdesk      শেষ আপডেট: 2022-12-10 15:53:46   Share:   

রবিবার বেলা ১২টায় শুরু চলতি বছরের টেট পরীক্ষা (TET Exam 2022), চলবে দুপুর আড়াইটে পর্যন্ত। মোট ১ হাজার ৪৫৩টি পরীক্ষাকেন্দ্রে এই পরীক্ষায় বসবেন ৬ লক্ষ ৯০ হাজার ৯৩১ জন। এই পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের নিশ্চিন্তে কেন্দ্রে পৌঁছতে রবিবার পথে নামবে ২ হাজারেরও বেশি সরকারি বাস ও ৩৬ হাজার বেসরকারি বাস। সব মিলিয়ে ৩৮ হাজার বাস নামবে ছুটির দিন। এই গণপরিবহণের (Bus-Train) পাশাপাশি চলবে বাড়তি ট্রেনও। পূর্ব রেল জানিয়েছে, বাড়তি ১৬ জোড়া ট্রেন চলবে শিয়ালদহ ডিভিশনে (Sealdah Division)। হাওড়া, আসানসোল, মালদা ও খড়গপুর ডিভিশনে সপ্তাহের অন্য দিনের মতোই ট্রেন চলবে রবিবার, পরীক্ষার দিন। পরীক্ষার নিরাপত্তা ব্যবস্থাকে সম্পূর্ণ নিশ্ছিদ্র করতে, বায়োমেট্রিকের মাধ্যমে পরিচয় যাচাই, হাতে ধরা মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি, সিসিটিভি নজরদারির মতো একগুচ্ছ পদক্ষেপ নিয়ে প্রস্তুত প্রাথমিক শিক্ষা পর্ষদ (Primary Board)।

ইতিমধ্যেই পরীক্ষার্থী, অবজার্ভার, ইনভিজিলেটর, সেন্টার ইনচার্জ, পুলিশ, জেলা প্রশাসন-সহ পরীক্ষা ব্যবস্থায় যুক্ত সকলের কার কী করণীয় সেই সম্পর্কে বিস্তারিত নির্দেশিকা দেওয়া হয়েছে পর্ষদের তরফে। শুক্রবার আর একটি বিজ্ঞপ্তি জারি করে আবারও সতর্ক করা হয়েছে। বলা হয়েছে, পরীক্ষার্থী বা অন্য যে কেউ যদি গাইডলাইন লঙ্ঘন করেন বা পরীক্ষা সংক্রান্ত কোনও তথ্য বা নথি ডিজিট্যাল বা বৈদ্যুতিন মাধ্যমে আদানপ্রদান করেন, তার বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ নেবে পর্ষদ। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফেও চালু রয়েছে কন্ট্রোল রুম।

দেখুন টেট পরীক্ষা ঘিরে পর্ষদের চূড়ান্ত প্রস্তুতি কী রকম:

১) সকাল সাড়ে ৯টা থেকে পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের প্রবেশ করতে দেওয়া হবে

২) অবশ্যই ঢুকতে হবে ১১টার মধ্যে

৩) ১১.৩০-র মধ্যে অ্যাডমিট কার্ড, পরিচয়পত্রর প্রমাণ যাচাই করবেন ইনভিজিলেটর

৪) ১১.৩০ থেকে ১১.৪৫-এর মধ্যে পরীক্ষা সম্পর্কিত গুরুত্বপূর্ণ ঘোষণা করবেন ইনভিজিলেটর

৫) ১১.৪৫ মিনিটে পরীক্ষার্থীদের প্রশ্নপত্র (টেস্ট বুকলেট) এবং ওএমআর দেওয়া হবে

৬) ১১.৪৫ থেকে ১১.৫৯ পর্যন্ত টেস্ট বুকলেট ও ওএমআর-এ প্রয়োজনীয় তথ্য পূরণ করবেন পরীক্ষার্থীরা

৭) বেলা ১২টা থেকে পরীক্ষা শুরু। ২.২৫ মিনিটে বাজবে ওয়ার্নিং বেল। পরীক্ষা শেষ হবে দুপুর ২.৩০-এ

৮) প্রতিটি পরীক্ষাকেন্দ্রের প্রবেশ-বাহির পথ ও কন্ট্রোল রুমে সিসিটিভির নজরদারি থাকবে

৯) পরীক্ষাকেন্দ্রে ঢোকার সময় হ্যান্ড হেল্ড মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করা হবে পরীক্ষার্থীদের। বায়োমেট্রিকের মাধ্যমে যাচাই করা হবে পরিচয়

১০) পরীক্ষার্থীকে বৈধ পরিচয়পত্র যেমন, মাধ্যমিকের অ্যাডমিট, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসতে হবে। নিয়ে আসতে হবে, কালো কালির বলপয়েন্ট পেন, যে ছবি অ্যাডমিট কার্ডে আছে, সেই ছবির একটি কপি ও অ্যাডমিট কার্ডের দু’টি কপি

১১) পরীক্ষাকেন্দ্রে নিষিদ্ধ বস্তুর তালিকা দীর্ঘ। যেমন, কাগজের টুকরো, ক্যালকুলেটর, জলের বোতল, সোনার গহনা, ঘড়ি বা হাতঘড়ি, ক্যামেরা, ওয়ালেট, সানগ্লাস, হাতব্যাগ, মোবাইল ফোন, ব্লু-টুথ, ইয়ারফোন, পেজার, হেল্থব্যান্ড ইত্যাদি

১২) বসতে হবে নির্ধারিত আসনেই। পরীক্ষা শেষে গোলাপী রঙের আসল ওএমআরটি ইনভিজিলেটর জমা নেবেন, সঙ্গে একটি অ্যাডমিট কার্ডের কপি। সবুজ রঙা ওএমআর ও প্রশ্নপত্র নিয়ে যেতে পারবেন পরীক্ষার্থী

১৩) ইনভিজিলেটর উপস্থিত পরীক্ষার্থীর জন্য নীল রঙের কালিতে ও অনুপস্থিতের জন্য লাল রঙের কালিতে স্বাক্ষর করবেন

১৪) টেট পরীক্ষার জন্য পরিবহণ দফতরের দুর্গাপুর হেডকোয়ার্টারের কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্তদের ফোন নম্বর ৭৩৬৩৯২০০৭০, ৯৪৩৪৬৭৩৮৪২ 

ডিইও শুভেন্দু দাসের ফোন নম্বর ৭৬৯৯৯৯৫৯১০

১৫) বেলঘড়িয়া ডিভিশনাল অফিসের দায়িত্ব থাকাদের নম্বর ৯৮৭৫৩৭৪২২৭, ৯৮৩৬৯৫৬১৯৯,৮৭৭৭০৪৭১৪৭

১৬) ডাব্লুবিটিসি-র কন্ট্রোল রুম নম্বর- ০৩৩ ২২৩৬০৪৬২ ও                                                           ২২৩৬০৪৬৩


Follow us on :