২৫ এপ্রিল, ২০২৪

Weather: আগামি ৭২ ঘণ্টা বঙ্গে বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় ফিরছে শীত?
CN Webdesk      শেষ আপডেট: 2023-01-17 10:42:43   Share:   

মঙ্গলবার রাত থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে বৃষ্টি হবে বাংলার তিন জেলায়। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টি দু-এক পশলা হতে পারে কলকাতা, হাওড়া এবং উত্তর ২৪ পরগনা জেলায়। বুধবার থেকে হালকা বৃষ্টি সম্ভাবনা বেশি।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সকালের দিকে কুয়াশার পরে পরিষ্কার আকাশ। আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা একই রকম থাকবে। বুধবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। কুয়াশার চাদরে ঢাকা থাকবে কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়ি জেলায়। দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের সব জেলাতেই দিনের তাপমাত্রা অনেকটা কম থাকবে।

এদিকে, মকর সংক্রান্তির পর দিন একধাক্কায় তিন ডিগ্রি কমেছে তাপমাত্রা। কিছুটা হলেও শীত ভাব আবার ফিরছে বঙ্গে। মাঘ মাসে কতটা ঠাণ্ডা দার্জিলিং থেকে সুন্দরবনকে কাবু করে সেটা দেখার জন্য আগামি কয়েকদিন অপেক্ষা করতেই হবে।


Follow us on :