২৩ এপ্রিল, ২০২৪

Weather: 'বসন্ত এসে গেছে', ভালবাসার সপ্তাহে শীত বিদায়ের বার্তা?
CN Webdesk      শেষ আপডেট: 2023-02-10 12:41:36   Share:   

ভোরের দিকে হালকা শীতের (Winter) আমেজ থাকলেও বিদায়ের পথে শীত। ফেব্রুয়ারির ১৫ তারিখের পর থেকে একেবারে শীতের বিদায় বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আপাতত বসন্তের আবহাওয়াই (Weather) থাকবে রাজ্যে (West Bengal)। তবে আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যের ১৩ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দুই বঙ্গের মোট ১৩টি জেলায় আগামী ৪৮ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, নদিয়া, মুর্শিদাবাদ জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

কলকাতায় তাপমাত্রার পারদ বাড়তে শুরু করেছে বেশ কয়েকদিন আগে থেকেই। মাঝে হঠাৎ করে পারদ পতন হয়েছিল। তা বেশিদিন স্থায়ী হয়নি। দিনের বেলায় ২০ ডিগ্রিতে পৌঁছে যাচ্ছে শহরের তাপমাত্রা। রোদের তেজ গায়ে লাগতে শুরু করেছে। ভালোবাসার সপ্তাহ কাটবে গরমেই বলে খবর মৌসম ভবন সূত্রে।


Follow us on :