২৯ মার্চ, ২০২৪

weather: ভরা বসন্তে তাপপ্রবাহে অস্বস্তি, তাপমাত্রা বৃদ্ধি নিয়ে কী পূর্বাভাস?
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-03 13:26:51   Share:   

শীতের বিদায় হতে না হতেই ভরা বসন্তে দাবদাহ (Heat Wave)! ফেব্রুয়ারী শেষের দিকে এবং মার্চের শুরুতেই কিন্তু গরমের (Summer) আভাস রাজ্যজুড়ে। বেলা যত বাড়ছে তাপমাত্রা কিন্তু ঠিক ততটাই বাড়ছে। বসন্তে এই তীব্র তাপে গোটা বঙ্গবাসীর হাঁসফাঁস অবস্থা।আলিপুর আবহাওয়া দফতরের (Weather Office) খবর অনুযায়ী, শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ও সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকছে।

এদিন ৩৩ ডিগ্রি তাপমাত্রা থেকেই বোঝা যাচ্ছে দাবদাহ কতটা বেড়েছে। বসন্ত উৎসব পর্যন্ত এমনি আবহাওয়া থাকবে বলে জানায় হাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টির পূর্বাভাস নেই। আগামী ৪৮ ঘন্টায়ও কোনও বৃষ্টির পূর্বাভাস নেই। যার ফলে এই দাবদাহ থেকে এখনি কোনও নিস্তার নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।


Follow us on :