১৯ এপ্রিল, ২০২৪

Weather: রাতভর বৃষ্টিতে তৃপ্ত বঙ্গ, কবে অবধি চলবে ঝড়-বৃষ্টি
CN Webdesk      শেষ আপডেট: 2023-04-01 12:55:46   Share:   

দিনের শুরুতেই ঝিরঝিরে বৃষ্টি। আবহাওয়া (Weather) সূত্রে জানা গিয়েছে শনিবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা। সকাল থেকেই মেঘলা আকাশ। শুক্রবার রাতে দু-এক পশলা বৃষ্টি হলেও ঝড়ের তেমন কোনও পূর্বাভাস নেই। এই মরসুমে গরমের ফসল ও বোরো ধানের চাষ হালকা বৃষ্টিতে যথেষ্ট উপকারী। সারাদিন গরম থাকলেও সূর্যাস্তের পর হালকা ঠান্ডা পরিবেশ দেখা যায় সারা রাত জুড়ে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি চলবে শনিবার। দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা হাওয়াও। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃষ্টির জেরে কিছুটা কমবে তাপমাত্রা।

শনিবার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। রবিবারও রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটবে। 


Follow us on :