২৯ মার্চ, ২০২৪

Weather: দুপুরে রোদ, সন্ধ্যা হতেই শীতল ভাব! শীত বিদায় নিয়ে কী বলছে হাওয়া অফিস
CN Webdesk      শেষ আপডেট: 2023-02-17 12:12:40   Share:   

তাপমাত্রা ঊর্ধ্বমুখী। এবারের মতো শীতের (Winter) বিদায় ঘটতে চলেছে বাংলা (Bengal) থেকে। বৃহস্পতিবার তাপমাত্রা (Temperature) আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছিল। দুপুর হতেই চড়া রোদ। যদিও বিকেল হতেই আবহাওয়া (Weather) খানিকটা ঠান্ডা হয়েছে। আপাতত নতুন করে পারদ পতনের কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২-৩ দিন রাতের তাপমাত্রা বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে তারপরের ২ দিনে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। অন্যদিকে, আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রাও ক্রমশ বাড়বে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়ায় হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

উল্লেখ্য, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস।


Follow us on :