১৯ এপ্রিল, ২০২৪

Weather:বেলা বাড়লেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী, আবহাওয়ার এই খামখেয়ালিপনা আর ক'দিন
CN Webdesk      শেষ আপডেট: 2023-02-16 11:53:24   Share:   

যাই যাই বলেও বিদায় নিচ্ছে না শীত (Winter)। হালকা শীতের আমেজ ভোর এবং রাতের দিকে থাকছে। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা (Temperature) খানিকটা ঊর্ধ্বমুখী। শীতের এই খামখেয়ালিপনা চলবে আরও বেশ কিছুদিন এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভোর এবং রাতের দিকে শীতের দাপট কিছুটা বেড়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গে শীতের প্রভাব খানিকটা বেশি। হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে। বুধবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস।

উল্লেখ্য, আবহাওয়া দফতরের পূর্বাভাস বৃহস্পতিবার থেকে রাজ্যজুড়ে তাপমাত্রা বৃদ্ধি পাবে। আগামী তিন থেকে চার দিনের মধ্যে কলকাতা-সহ বিভিন্ন জায়গায় ন্যূনতম তাপমাত্রা ২০ ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়া জেলায় আগামী দুদিন হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে।


Follow us on :