২৫ এপ্রিল, ২০২৪

Weather: মার্চে তাপমাত্রা আরও কিছুটা বাড়বে, কী পূর্বাভাস হাওয়া অফিসের
CN Webdesk      শেষ আপডেট: 2023-02-27 16:03:11   Share:   

তাপমাত্রার (Temperature) পারদ চড়চড় করে বাড়ছে। রবিবারের তুলনায় সোমবারের নূন্যতম তাপমাত্রা (Weather) কিছুটা বৃদ্ধি পেয়েছে। মার্চের শুরুতে এই তাপমাত্রা আরও কিছুটা বাড়বে বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের। এবারের দোল গরমেই কাটবে আপামর বাঙালির।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার দার্জিলিং ও কালিম্পং-এর কোনও কোনও জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। দিন ও রাতের তাপমাত্রায় তেমন কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। অন্যদিকে, দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে বলে খবর। আপাতত দিন ও রাতের তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন নেই।

হাওয়া অফিস আরও জানিয়েছে, কলকাতা ও আশেপাশে এলাকার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। রবিবার যা ছিল ২২.১ ডিগ্রি সেলসিয়াস। কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে মার্চের প্রথম সপ্তাহেই তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে।


Follow us on :