১৯ এপ্রিল, ২০২৪

Weather: নিম্নচাপ বৃষ্টির ভ্রুকুটির মধ্যেই শীত বিদায়ের বার্তা! কী বলছে হাওয়া অফিস
CN Webdesk      শেষ আপডেট: 2023-02-19 14:01:07   Share:   

শহর কলকাতা (Kolkata) ভিজেছে হালকা বৃষ্টিতে (Rain)। রবিবার আবারও বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। শুধু কলকাতা নয় একাধিক জেলাতেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সেই সঙ্গে বাড়বে তাপমাত্রাও (Temperature)। ইতিমধ্যেই অবশ্য রাতের তাপমাত্রা বাড়তে শুরু করে দিয়েছে।

রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় প্রধানত মেঘলা আকাশ থাকবে। ধীরে ধীরে শীতের আমেজ একেবারেই চলে যাবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

উল্লেখ্য, বঙ্গোপসাগরে ফের ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। ছত্তিশগড় এবং ওড়িশা উপকূলের কাছে একটি একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার জেরে আগামী ২ দিন আকাশ মেঘলা থাকবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই। পাশাপাশি কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।


Follow us on :