মাধ্যমিকে এবছর মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে কৌশিকী সরকার। মালদহ গাজোলের আদর্শবাণী হাইস্কুলের ছাত্রী তিনি। ৬৯২ নম্বর পেয়ে মেধাতালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। বাড়ি মালদার গাজলের বিধান পল্লী এলাকায়। এই ফলে খুশি পরিবারের সদস্যরা। কৌশিকী জানিয়েছে প্রত্যেক বিষয়ে একজন করে গৃহশিক্ষক ছিল তার। ভূগোল পাঠ বাবার কাছে। আর ফিজিক্স কেমিস্ট্রি মায়ের কাছে শেখা । লেখাপড়ার পাশাপাশি গান ও আবৃত্তি ভালোবাসে কৌশিকী।
এদিন কৌশিকীকে অভিনন্দন জানিয়ে গেলেন গাজলের বিধায়ক চিন্ময় সরকার।
তিনি জানান কৌশিকী মালদার গর্ব।
কৌশিকীর বাবাও জানালেন ছোটবেলা থেকেই লেখাপড়ায় ভালো ছিল সে।