নৌকার হাল ধরে শেষ পর্যন্ত সংসারের হাল ধরলেন পশ্চিম মেদিনীপুরের এক ভূমিকন্যা। নায়েক পরিবারের মেয়ে করে দেখালেন, মেয়েরা কম কীসে? যে দেশে মেয়েরা নভোচর, যে দেশে মেয়েরা বিমান চালায়, সেখানে নৌকা চালানো কী আর এমন। কিন্তু এগিয়ে আসাটাই মূল কথা। এভাবেই কোনও কিছু না ভেবে প্রয়োজনের তাগিদে কাজল নায়েক হাতে তুলে নিয়েছিলেন নৌকার হাল। অসম সাহসিকতায় পরিবারের মুখে হাসি এনে দিলেন কাজল।
বাবা বয়সের ভারে জর্জরিত। বোনের অসুখ। অপর বোনের সামনেই বিয়ের আয়োজন করছে পরিবার। তবে সংসার চালানো, ওষুধের খরচ কে বইবে? আর্থিক সংকটে পরিবারের পাশে দাঁড়ালেন কেশিয়াড়ির আটাঙ্গা গ্রামের শ্রীকান্ত নায়েকের বড় মেয়ে কাজল। শ্রীকান্ত নায়েকের তিন মেয়ে। বড় মেয়ে কাজল আগে ইটভাটায় কাজ করতেন। কিন্তু বর্তমানে সেই ভাটার কাজ বন্ধ। কাজ নেই, তাই নৌকা নিয়ে সকালে বের হন কাজল।
সামনে রয়েছে জঙ্গলকন্যা সেতু। যেটুকু পর্যটক আসে, নৌকাবিহারে যা অর্থ হয়, সেটা দিয়ে সংসার চলে নায়েক পরিবারের। যেটুকু আয় হয়, তাতেই চলে সংসার, চলে বোনের ওষুধ খরচ। এভাবেই জীবন তরণী বেয়ে চলেছেন কাজল, পরিবারের সবাইকে ভালোবেসে।