গুজরাতে (Gujarat) মোরবিতে একটি ঝুলন্ত সেতু (Bridge) আচমকাই ভেঙে বিপত্তি। কেবল ব্রিজ (Cable Bridge) ভেঙে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। দুর্ঘটনার সময় ব্রিজের ওপরে ছিলেন কয়েকশো মানুষ। নদীতে তলিয়ে যান তাঁরা। জানা গিয়েছে, সেই সময় উপস্থিত ছিলেন পূর্বস্থলী দু'নম্বর ব্লকের মুকসিমপাড়া পঞ্চায়েত কেশববাটি এলাকার এক যুবকও। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। গয়নার কারিগর হিসেবে কর্মসূত্রে মোরবিতে থাকতেন তিনি।
রবিবার গভীর রাতে সেই খবর পূর্বস্থলীর (Purbasthali) কেশববাটির বাড়িতে পৌঁছলে শোকের ছায়া নেমে আসে পরিবারে। সোমবার সকাল থেকেই মৃত ওই যুবকের বাড়ির সামনে বহু মানুষের ভিড় দেখা যায়। জানা যায়, মৃত ওই যুবকের নাম হাবিবুল শেখ। মাস দশেক আগে তাঁর এক কাকার কাছে তিনি সোনার কাজ করতে গিয়েছিলেন। রবিবার বিকেলে তিনি ওই ব্রিজের উপর বেড়াতে যান। আর সেই সময়ই ঘটে বিপত্তি।
বেশ কিছুক্ষণ নিখোঁজ থাকার পর রবিবার রাতেই তাঁর দেহ উদ্ধার হয়। সোমবার সকালে মৃতের বাবা মহিবুল শেখ জানান, ছেলে সোনার কাজের জন্য গিয়েছিল। সেখানেই থাকতেন। রবিবার গভীর রাতে খবর পেয়েই কান্নায় ভেঙে পড়েন তাঁরা।