ঠিক এক বছর আগে এই দিনটা বাবার সঙ্গেই কাটিয়েছিলেন আনিস। বছর বছর ফিরে আসবে খুশির ইদের দিন। কিন্তু ঘরে আর ফিরবেন না আনিস।
এখন আনিস শুধু তাদের মনে। ইদে একটাই প্রার্থনা, সুবিচার পাক আনিস।
না হলে ফের আন্দোলনে সামিল হতেও রাজি তাঁরা।
ছাত্রনেতা আনিসের মৃত্যু এখনও রহস্যাবৃত। মৃত্যুর পর কেটে গেছে বেশ কয়েকটি মাস। খুশির ইদের দিনে শোকবিহ্বল আনিসের বাবা। মঞ্জুর করা হয়নি আনিস-মৃত্যুতে সিবিআই তদন্তের আবেদন। এখনও নিজের দাবিতে অনড় বৃদ্ধ সালেম খান। এবার তাঁর পাশে থাকতেই আমতায় আনিস খানের বাড়ি পৌঁছলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবং সিপিআইএম নেতা শতরূপ ঘোষ, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। সঙ্গে ছিলেন আমতার প্রাক্তন বিধায়ক কংগ্রেসের অসিত মিত্র।
ইতিমধ্যেই আনিস হত্যায় আদালতে তদন্ত রিপোর্ট পেশ করেছে সিট, সেই নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন আনিসের বাবা থেকে শুরু করে তাঁর আইনজীবীও। এদিন তা নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেল মহম্মদ সেলিমকেও। অপরাধীদের আড়াল করতেই এখনও পর্যন্ত আনিসের মৃত্যুর তদন্তভার সিবিআইয়ের হাতে দেওয়া হয়নি বলে দাবি করলেন বাম নেতা মহম্মদ সেলিম।
আনিসকাণ্ডে পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন আমতার প্রাক্তন বিধায়ক অসিত মিত্র।
এদিন সালেম খান ফের সিবিআই তদন্তের আবেদন জানিয়েছেন। পাশাপাশি ত্রাণ, অর্থ সাহায্য অথবা চাকরির প্রতিশ্রুতি দিয়ে কেনা যাবে না তাঁকে বলেও এদিন জানান আনিসের বাবা।