ইস্তফা দিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। রাষ্ট্রপতির কাছে আজই তিনি তাঁর পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। তিনি রবিবার অবশ্য দিল্লিতেই রয়েছেন। সেখানে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করেন। আমিত শাহ তাকে উত্তরীয় পরিয়ে অভিনন্দন জানান এবং মিষ্টিমুখ করান। সোমবার তিনি উপরাষ্ট্রপতি পদে লড়াই করার জন্য মনোনয়নপত্র জমা দেবেন বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, শনিবার সবাইকে এক রকম চমকে দিয়েই বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা উপরাষ্ট্রপতি পদে এনডিএ-র প্রার্থী হিসেবে বাংলার রাজ্যপাল জগদীপ ধনকরের নাম ঘোষণা করেন এবং তাকে কিষান পুত্র বলে অভিহিত করেন।
একটু পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে ধনকরকে অভিনন্দন জানান।