সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মগুরুর প্রতি কুরুচিপূর্ণ মন্তব্যের জেরে ইতিমধ্যেই দল থেকে সাসপেন্ড হয়েছেন নূপুর শর্মা। এই নিয়ে বিক্ষোভ, হিংসাও ছড়িয়েছে পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন এলাকায়। তবে এবার পথ অবরোধ করে প্রতিবাদ নয়, মিছিল করে শান্তিপূর্ণ আন্দোলনের আবেদন করলেন হুগলির ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকী।
এদিন তিনি জানান, "বিজেপির এক কর্মী, যাঁর নাম নূপূর শর্মা, যিনি কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, তা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় হচ্ছে গোটা দেশে। তাকে কেন্দ্র করে সারা ভারতবর্ষের যত রাজ্য আছে, তার মধ্যে পশ্চিমবাংলায় সব জাতি ধর্ম নির্বিশেষে মানুষের দেখা মিলবে। এই উক্তি করার জন্য পশ্চিমবঙ্গে বহু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ পথে নেমেছেন। রাস্তাঘাট অবরোধ করছেন, মিটিং-মিছিল করছেন। বৃহস্পতিবার থেকে যেভাবে পথ অবরোধ করা হচ্ছে, তা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। মুখ্যমন্ত্রী বারবার হাত জোড় করে অনুরোধ করেছেন, কিন্তু তাঁর কথা কেউ রাখেনি। অবরোধের নির্দিষ্ট ধারা আছে। মানুষকে কষ্ট দিয়ে প্রতিবাদ করা ইসলাম শেখায়নি। অন্যভাবে প্রতিবাদ করুন, কিন্তু মানুষকে কষ্ট দিয়ে নয়।"