২৪ এপ্রিল, ২০২৪

Agni: সন্ধ্যার আকাশে ক্ষণিকের আলোয় শোরগোল বাংলায়, রহস্যের পর্দা ফাঁস প্রতিরক্ষা মন্ত্রকের
CN Webdesk      শেষ আপডেট: 2022-12-15 20:58:17   Share:   

বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতা এবং জেলার আকাশে হঠাৎই রহস্যময় আলো (mysterious light)। কিছুক্ষণ সেই আলো স্থায়ী থাকার পর নিজে থেকেই মিশে যায় আকাশে। আর এই আলোর উৎস দেখে রীতিমতো শোরগোল দক্ষিণবঙ্গে (South Bengal)। টর্চের মতো এই আলোর ঝলক দেখে প্রাথমিক ভাবে ঘাবড়ে যান সাধারণ মানুষ। রাস্তাঘাটে শুরু হয় জোর চর্চা। কিন্তু দেশের প্রতিরক্ষা মন্ত্রক জানায়, পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম অগ্নি-৫-র (Agni V Missile) পরীক্ষামূলক সফল উৎক্ষেপণের জেরে এই আলোর ঝলক। ৫০০০ কিমি দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র ভারতীয় প্রযুক্তিতে তৈরি।

এদিন সন্ধ্যায় ওড়িশার আবদুল কালাম দ্বীপ থেকে এই ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণের পরেই শহর কলকাতা এবং শহর লাগোয়া জেলা উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনার আকাশে আলো দেখা গিয়েছে। পাশাপাশি বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর-সহ মুর্শিদাবাদ, নদিয়াতেও দেখা মিলেছে এই আলোর। 

জানা গিয়েছে, সম্প্রতি অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে সংঘাতে জড়িয়েছে ভারত-চিন সেনা। এই উত্তপ্ত আবহে অগ্নি-৫-র মতো ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ তাৎপর্যপূর্ণ। এমনটাই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।


Follow us on :