আড্ডার সঙ্গে মুড়ি (Puffed Rice) না হলে ঠিক জমে না। আর বাঙালির সন্ধেবেলায় চায়ের আড্ডায় মুড়ি মাস্ট। মুড়ি খান না এমন মানুষ বোধহয় পাওয়া ভার। আর চপ মুড়ির তো জুড়ি মেলা ভার। এছাড়া এমন অনেক মানুষ আছেন যাঁরা সকালের জলখাবারও(breakfast) সারেন মুড়ি দিয়েই। কিন্তু, এখন সেই মুড়িও মহার্ঘ! অল্প ক্ষিদেতে মুড়ি আপনার সম্বল হতেই পারে। কিন্তু সেই মুড়িতেই এখন মূল্যবৃদ্ধির খাঁড়া(price hike)। তাই মুড়ি এখন বড্ড দামী। দু’মুঠো মুড়ি খাওয়াতেও চাপিয়ে দেওয়া হয়েছে জিএসটি। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই চালের দাম আকাশছোঁয়া। পাশাপাশি বেড়েছে গুড়ও খইয়ের দামও। ৫০ টাকা থেকে বেড়ে মুড়ি ৬০ টাকা কিলো। খই ৮০ থেকে বেড়ে ১০০ টাকা কিলো।
গুড় ৩৭ টাকা থেকে বেড়ে ৪৩ টাকা কিলো । মুড়ির উপর জিএসটি(GST) চাপানোয় সমস্যায় ক্রেতা বিক্রেতা উভয়েই। কমে গেছে বিক্রি। মন্দার মুখে ব্যবসায়ীরা।