পর্যটকের ঢল নেমেছে শৈলশহর দার্জিলিংয়ে। শুধু উত্তরবঙ্গ নয়, দক্ষিণবঙ্গের পাশাপাশি আশপাশের রাজ্য থেকেও পর্যটকরা পাড়ি জমাচ্ছেন দার্জিলিংয়ে। সাত সকালে টাইগার হিলে সূর্যোদয় দেখা থেকে শুরু করে ম্যাল সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন পর্যটকরা। তবে শুধু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা নয়, বর্তমান সময়ে পর্যটকদের কাছে উপভোগ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে আবহাওয়া।
গরমে হাঁসফাঁস আট থেকে আশি প্রায় সকলেরই। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গ সহ অন্যান্য রাজ্যেও চড়ছে পারদ। গরমে নাজেহাল সকলেই। এই পরিস্থিতিতে একটু স্বস্তির খোঁজে শৈলশহরে পাড়ি জমাতে শুরু করেছেন পর্যটকরা। তাঁদের কথায়, দার্জিলিং-এর আবহাওয়া বেশ উপভোগ্য। যা ভাষায় বর্ণনা করা যাবে না বলেই দাবি তাঁদের।