Share this link via
Or copy link
বিক্ষিপ্ত অশান্তির আবহে পুরসভার ভোটগ্রহণ গুসকরায়। গুসকরার শান্তিপুর গোকুল সুন্দরী প্রাথমিক বিদ্যালয়ের ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের বুথে ব্যাপক অশান্তি। পুলিস বাহিনীকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ার অভিযোগ। জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিসের লাঠিচার্জ। এলাকায় ব্যাপক উত্তেজনা।
ভোট দিতে পারছেন না বলে অভিযোগ ভোটারদের। পুলিসের সামনেই ছাপ্পা ভোটের অভিযোগ ভোটারদের।
ছাপ্পা ভোট দেওয়া হচ্ছে, এই অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা। বচসায় জড়িয়ে পড়ে তৃণমূল ও বিজেপি প্রার্থী। বর্ধমানের মিউনিসিপ্যাল বয়েজ স্কুলের ঘটনা। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে বিশাল পুলিস বাহিনী। বর্ধমান পৌরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সোমনাথ দাসের অভিযোগ, তৃণমূল কর্মীরা বুথ জ্যাম করে ছাপ্পা ভোট দিচ্ছে। তাদের এজেন্টকে বাইরে বের করে দিয়েছে তৃণমূল কর্মীরা। তাকেও বুথে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ সোমনাথ দাসের।
তৃণমূল প্রার্থী উমা সাঁই বিজেপির আনা অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, বিজেপিই তৃণমূল কর্মী-সমর্থকদের ভোট দিতে বাধা দিচ্ছে।
বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
কালনার অম্বিকা মহিষমর্দিনী প্রাথমিক স্কুলে ১১ নম্বর ওয়ার্ডে দরজা বন্ধ করে চলছে ভোট। ক্যামেরায় সেই ছবি ধরা পড়তেই মুখ ঢেকে পালাল ভুয়ো ভোটার। অভিযোগ পুলিসের সামনেই চলে এই ভোটগ্রহণ। পুরো ছবি ক্যামেরায় ধরা পড়ে।
যদিও তৃণমূল প্রার্থী মৌসুমী কারফা পুরো বিষয়টিকেই অস্বীকার করেন।