বগটুই কাণ্ডের ৩ মাসের মাথায় চার্জশিট জমা দিল সিবিআই। মঙ্গলবার রামপুরহাট আদালতে মুখবন্ধ খামে সিবিআই এই চার্জশিট জমা দেয়। জানা যায়, এতে উল্লেখ রয়েছে বগটুই গ্রামে যখন ওই বাড়িগুলিতে আগুন লাগে, তখন সোনা শেখের বাড়ি থেকে ফোন গিয়েছিল পুলিসের কাছে। কিন্তু আসেনি পুলিস। পুলিসের ভূমিকা নিয়েও তাই প্রশ্ন উঠেছে।
অন্যদিকে বগটুই গণহত্যা কাণ্ডে জেল হেফাজতে থাকা ১২ জনের বিরুদ্ধে কোনও তথ্য এবং প্রমাণ দিতে পারল না সিবিআই। ফলে এই ১২ জন ধৃতকে "নট সেন্ট আপ" করার নির্দেশ দিলেন বিচারক। মূলত, এই গণহত্যা কাণ্ডে যুক্ত থাকার অভিযোগে জেল হেফাজতে থাকা ১২ জনের বিরুদ্ধে কোনও চার্জশিট জমা দিতে পারেনি সিবিআই। ফলে এই ১২ জনের জামিন চেয়ে রামপুরহাট মহকুমা আদালতে আবেদন করবেন অভিযুক্তদের আইনজীবী। বগটুই গণহত্যা কাণ্ডে ৩০ জনকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করে সিবিআই। সেই ঘটনায় গতকাল রামপুরহাট মহকুমা আদালতে ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিলেও ১২ জনের বিরুদ্ধে কোনও চার্জশিট জমা দিতে পারেনি সিবিআই।
অন্যদিকে ভাদু সেখ খুনের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট জমা দিলেও বাকি ধৃতদের বিরুদ্ধে কোনও চার্জশিট জমা দিতে পারেনি সিবিআই। ফলে এই মামলাতেও ৯ জনকে "নট সেন্ট আপ" এর রায় দিয়েছেন বিচারক। তবে ভাদু সেখ খুনের মামলায় জেল হেফাজতে থাকা ধৃতদের জামিন মঞ্জুর করেন বিচারক।