আলিপুরদুয়ারে উদ্ধার অবৈধ কাঠ ও আসবাবপত্র। কালচিনি চা বাগান এলাকায় বনদফতর অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে অবৈধ কাঠ ও আসবাবপত্র উদ্ধার করে। বৃহস্পতিবার গভীর রাতে বনদফতরের বক্সা ব্যাঘ্র প্রকল্পের একটি দল অভিযান চালিয়ে এই সমস্ত কাঠ ও আসবাব উদ্ধার করে। যদিও এই অভিযানের বিষয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডিরেক্টর বুদ্ধরাজ সেওয়া টেলিফোনে সিএন পোর্টালের প্রতিনিধিকে জানান, কালচিনি এলাকায় একজনের বাড়িতে অভিযান চালানো হয়েছে,সেখান থেকে প্রচুর প্রচুর কাঠ উদ্ধার হয়েছে।
সেই কাঠের পরিমাপ করা হচ্ছে। কত পরিমাণ কাঠ উদ্ধার হয়েছে তা এখুনি বলা যাচ্ছে না।
বনদফতরের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে কাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে সেই বিষয়ে কিছু বলতে নারাজ বনদফতর ও পুলিস । বৃহস্পতিবার নেতাজি ইনডোরের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী জেলার পুলিস সুপারকে কালচিনি এলাকার এক ব্যক্তির বিরুদ্ধে বেশ কিছু মারাত্মক অভিযোগ তুলে তাকে গ্রেফতার করার নির্দেশ দেন। । সেই রাতেই কালচিনি এলাকায় পুলিস ও বনদফতরের এই পদক্ষেপ। যদিও এই দুইয়ের মধ্যে কোনও যোগসূত্র আছে কীনা তা এখনও পরিষ্কার নয়।