চড়ছে তাপমাত্রার পারদ(heat wave)। চাতকের মতে চেয়ে থাকা আকাশের দিকে। কবে হবে বৃষ্টি? কবে ভিজবে বাংলা? প্রবল তাপপ্রবাহে ত্রাহি অবস্থা মানুষের। উদ্ভুত পরিস্থিতিতে তীব্র জল (water)সংকট । মুর্শিদাবাদের অন্তর্গত ভারত বাংলাদেশ(India-Bangladesh border) সীমান্তবর্তী জলঙ্গির উদয়নগর চর কলোনির বাসিন্দারা নদীর জলেই গলা ভেজাচ্ছেন।
জলঙ্গির উদয়নগর চর কলোনি মূল ভূখণ্ড থেকে কিছুটা যেন বাইরে । যার ফলে নানা মাশুল গুণতে হয় ওই এলাকার মানুষদের। স্বাস্থ্য, শিক্ষা সবেতেই প্রবল সমস্যার সম্মুখীন হল এলাকার প্রান্তিক মানুষরা। এখন দোসর জল সংকট। গ্রীষ্মকালে জলস্তর নেমে যাওয়ায় রান্না কিংবা পানের জলটুকুও মেলেনা ওই গ্রামে। এদিকে পরিশুদ্ধ পানীয় জলের কলও নেই এখানে।
তবে উপায় ? উপায় একটা আছে। এসময় গ্রামের পাশ দিয়ে বয়ে চলা পদ্মাই বাঁচিয়ে রাখে তাদের। পদ্মা থেকে বালিমাটি খুঁড়ে তা থেকে জল তুলছেন তারা। নদীও শুষ্ক এই সময়ে। তবু নদীর চড়ে বড় বড় গর্ত খুঁড়ে জল তোলার প্রাণান্তকর চেষ্টা।
কিভাবে মিলবে সুরাহা ? তার অপেক্ষায় এলাকাবাসী।