নেশা করাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি। যার জেরে নিজেরই চারমাসের শিশুসন্তানকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ এক দম্পতির বিরুদ্ধে। নৃশংস এই ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার খাকুড়দার। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেলদা থানার পুলিস। ঘটনার পর স্বামী-স্ত্রী দুজনকে আটক করে নিয়ে যায় তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল দশটা নাগাদ বেলদা-কাঁথি রাজ্য সড়কের কাছে খাকুড়দাতে ওই এলাকার এক দম্পতি অজয় সিং ও সুস্মিতা সিং তাদের চারমাসের সন্তানকে একটি চটের বস্তাতে ভরে রাস্তার ওপর আছাড় দিতে থাকে। এরপর বস্তাতে আগুন ধরাতে যায় তারা। সঙ্গে সঙ্গে পথচলতি মানুষ এবং এলাকাবাসীরা তা দেখতে পান। তড়িঘড়ি তাঁরা সেখানে এসে বাধা দেন। প্রথমে ওই দম্পতি কোনও কথা শুনতে চাইছিল না। পরে স্থানীয়দের সঙ্গে তাদের বচসা বেধে যায়। উত্তেজিত জনতার সঙ্গে তাদের হাতাহাতিও শুরু হয়। পরে তাদের ধরে রেখে পুলিসে খবর দেয় এলাকাবাসীরা। খবর পেয়ে বেলদা থানার পুলিস এসে ওই দম্পতিকে উদ্ধার করে নিয়ে যায়।
স্থানীয়রা আরও জানান, তাঁদের কাছে ওই দম্পতি স্বীকার করে, তাদের নেশার কারণে এই অশান্তি। যদিও বাচ্চাকে পুড়িয়ে দেওয়ার অভিযোগে স্বামী-স্ত্রী দুজন একে অপরের দিকে অভিযোগ তুলেছে। ঘটনায় এখনেও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে বর্তমানে বেলদা থানার পুলিস ওই দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।