ব্রেকিং নিউজ
Husband-strangled-his-wife-closed-the-house-and-surrendered-to-the-police
Murder: স্ত্রীকে গলা কেটে খুন, ঘর বন্ধ করে থানায় আত্মসমর্পণ স্বামীর

Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-05-26 12:42:47


এক মহিলার গলাকাটা দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল এলাকায়। উলুবেড়িয়ার ললিতাগোড়ি গ্রামের ঘটনা। অভিযুক্ত (accused) মৃতের স্বামী (husband) ওমর আলি নিজেই উলুবেড়িয়া থানায় আত্মসমর্পণ করে। পুলিস জানিয়েছে মৃতের নাম সাহিদা বেগম (৪০)। পুলিস (police) এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের (postmortem) জন্য উলুবেড়িয়া মর্গে পাঠায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, পেশায় রিকশাচালক ওমর আলির স্ত্রীর সঙ্গে পারিবারিক অশান্তি চলছিল। মঙ্গলবার বিবাদ চরমে পৌঁছলে অভিযোগ, স্ত্রীকে রাতে গলা কেটে খুন করে ওই রিকশচালক। পরে ঘরটি তালাবন্ধ করে রেখে পালিয়ে যায়। এরপর নিজে থেকেই উলুবেড়িয়া থানায় এসে আত্মসমর্পণ করে স্বামী। তারপরই পুলিস ঘটনাটি জানতে পারে।

পরে পুলিস গিয়ে মৃতদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া মর্গে পাঠায়। মৃতার পরিবারের পক্ষ থেকে উলুবেড়িয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে।






All rights reserved © 2021 Calcutta News   Home | About | Career | Contact Us

এই সংক্রান্ত আরও পড়ুন