হালিশহর থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্ব। স্বামীর অনুপস্থিতিতে সেখানেই ফ্লাটের মধ্যে এক তরুণী গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করল প্রেমিক। হালিশহরের বলদেঘাটায় ফ্ল্যাট থেকে গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরিবারের অভিযোগে আটক প্রেমিক যুবক। অভিযুক্ত যুবককে দফায় দফায় জেরা করছেন তদন্তকারী পুলিস অফিসাররা।
পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম সোমা কুরু (৩৪)। বাড়িতে এক ছেলে ও মেয়ে নিয়ে বসবাস করতেন। স্বামী সুন্দর কুরু রেলের কর্মী। কাজের সূত্রে রয়েছেন মধ্যপ্রদেশে। এই ঘটনায় রাজীব ভট্টাচার্য নামে এক যুবককে আটক করেছে হালিশহর থানার পুলিস।
মেয়ের বাড়ির লোকের অভিযোগ, সোমার সাথে রাজীব ভট্টাচার্যের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। মেয়েকে মাঝে মাঝেই মারধর করত। বাড়িতে এসে মদ্যপান করত। আপত্তি জানালে শুনত না। গতকাল তাদের মেয়েকে শ্বাসরোধ করে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ মৃতার মা অনুরাধাদেবীর। তার আগে তাকে মারধর করা হয়েছে বলেও তাঁদের মনে হয়েছে। আজ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্যারাকপুর পুলিশ মর্গে পাঠিয়ে দিয়েছে হালিশহর থানার পুলিস। ইতিমধ্যে তদন্তও শুরু হয়েছে।