১২ বছর হয়েছিল বিয়ে, কিন্তু স্বামীর সঙ্গে ছিল না খুব একটা ভালো সম্পর্ক। কোর্টে চলছিল ডিভোর্সের মামলা। শুক্রবার ছিল আদালতে হাজিরা, ফাইনাল ডিভোর্সের জন্য। কিন্তু তার আগেই রহস্যজনক মৃত্যু এক গৃহবধূর। ঘটনাটি ঘিরে রহস্যের দানা বেঁধেছে পরিবার সহ এলাকায়। কে বা কারা গুলি করেছে, জানা নেই কারও। এমনকি ওই গৃহবধূ নিজেই গুলি করে আত্মহত্যা করেছেন কিনা তাও স্পষ্ট নয়। তবে কে গুলি করেছে কিছু না জানা গেলেও স্থানীয়দের প্রাথমিক অনুমান, সুজাতার স্বামী পরিবারের সবার অলক্ষ্যে বাড়িতে ঢুকে গুলি করে পালিয়েছেন। ঘটনার তদন্তে পুলিস। ঘটনাটি নদিয়ার হাঁসখালী থানার এলাকা কৈখালী গ্রামের।
পরিবার সূত্রে খবর, ডিভোর্সের আগের রাত সাড়ে ৯ টা নাগাদ গুলিবিদ্ধ হয়ে মারা যান সুজাতা বিশ্বাস নামে এক গৃহবধূ। মৃতের দুই কন্যা সন্তান রয়েছে। গত ১২ বছর হল সুজাতার বিয়ে হয়েছে। সংসারে বনিবনা হয় না, তাই ডিভোর্সের মামলা চলছিল আগামীকাল আদালতে হাজির হয়ে ফাইনাল ডিভোর্স হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই এই ঘটনা।
জানা যায়, স্বামীর নাম ত্রিশূল বিশ্বাস। সেন্টারিং এর কাজ করেন তিনি। পাশের গ্রাম বোয়ারডাঙি বাড়ি তাঁর। তবে বাপের বাড়িতেই থাকতো সুজাতা। পরিবারের সদস্যদের দাবি, রাতে একটা গুলির আওয়াজ পেয়েছিলেন তাঁরা। তারপরেই সুজাতাকে তাঁর ঘরের মেঝেতে পড়ে থাকা আবস্থায় দেখতে পায় পরিবার। পিঠে গুলি লেগেছে বলে পরিবারের দাবি। বৃহস্পতিবার আহত অবস্থায় কৃষ্ণনগর জিলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন সুজাতাকে।