ব্রেকিং নিউজ
Digha দিঘার সমুদ্র সৈকতে বন্ধ ঘোড়দৌড়, নির্দেশ প্রশাসনের
HomestateDigha দিঘার সমুদ্র সৈকতে বন্ধ ঘোড়দৌড়, নির্দেশ প্রশাসনের
Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-01-20 19:05:30
দিঘা মানেই অন্য আবেগ। দিঘা মানেই অবসর যাপনে ঢেউ গোনা। দিঘা মানে ঘোড়ার পিঠে সমুদ্র সৈকতে ঘুরে বেড়ানো। সেই দিঘার সৈকতে ফের ঘোড়দৌড় বন্ধের নির্দেশ দিল দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। দূষণ এবং বালিয়াড়ির ক্ষয় প্রতিরোধে এমন কড়া সিদ্ধান্ত প্রশাসনের। তবে তা মানতে নারাজ ঘোড়া ব্যবসায়ীরা। আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
দিঘার পর্যটনের সঙ্গে ঘোড়দৌড়ের সম্পর্ক বহু পুরনো। দিঘার সৈকতে ঘোড়ার ব্যবসা করে দিনযাপন করে শতাধিক পরিবার। করোনার দাক্ষিণ্যে বিধিনিষেধের গেরোয় কার্যত থমকে যায় সৈকতের জনজীবন। বিপাকে পড়েছেন ঘোড়া কারবারিরা। রোজগারে টান ধরায় ঘোড়ার দানা জোগানোর পরিস্থিতিই নেই অনেকের। আস্তাবল ছেড়ে বর্তমানে সমুদ্র শহরের ঘোড়াগুলি যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। ঘোড়ার বিষ্ঠায় বাড়ছে দূষণ। অন্যদিকে ক্ষুরের আঘাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকারি সম্পদ বালিয়াড়ি। দিন দিন বাড়ছে ক্ষতি। এ কারণেই ঘোড়দৌড় বন্ধের বিজ্ঞপ্তি জারি করেছে প্রশাসন, জানালেন দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রশাসক মানসকুমার মণ্ডল। তবে এমন নির্দেশ এই প্রথম না। একই কারণে আগে বারবার ঘোড়ার কারবারে লাগাম পরিয়েছে প্রশাসন। কিন্তু বিগত দিনে সেই লাগাম ছেড়েই ঘোড়া ছুটেছে সৈকতে। আগেও আন্দোলনের মধ্য দিয়ে ঐতিহ্যের ঘোড়দৌড় টিকিয়ে রাখতে সক্ষম হয়েছিলেন কারবারিরা। এবারও সেই পথে নামার প্রস্তুতি নিতে শুরু করেছেন তাঁরা।