বেশ কিছুদিন ধরেই জঙ্গলমহলের বিভিন্ন এলাকায় একের পর এক মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হয়েছিল। আশঙ্কা করা হচ্ছিল, ফের জঙ্গলমহলে মাওবাদীরা মাথাচাড়া দিচ্ছে। সতর্ক থাকার নির্দেশ প্রতি মুহূর্তে দিয়েছিল পুলিস প্রশাসন। তারপর যদিও মাওবাদী কার্যকলাপের সঙ্গে জড়িত বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। শনিবার ফের ঝাড়গ্রাম থেকে গ্রেফতার করা হল ছয়জনকে। তাদের মধ্যে একজন হোমগার্ড হিসেবে কর্মরত, বাকি পাঁচজন তার সঙ্গী।
শনিবার একটি সাংবাদিক সম্মেলন করেন ঝাড়গ্রাম জেলার এসপি অরিজিৎ সিনহা। তিনি জানান, মাওবাদী নামাঙ্কিত পোস্টারে আতঙ্ক ছড়ানো সহ বিভিন্ন জায়গায় হুমকি মূলক চিঠি দিয়ে টাকা তোলার অভিযোগ রয়েছে ধৃতদের বিরুদ্ধে। ধৃতদের কাছ থেকে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় একটি পিস্তল সহ নগদ ৩৫ হাজার টাকা। অভিযোগ, তারা এর আগেও ঝাড়গ্রামে মাওবাদীদের নামে বনধ ডেকেছিল। পাশাপাশি আতঙ্কের বাতাবরণ সৃষ্টি করে সেই বনধ সফলও করেছিল। অভিযুক্তদের শনিবারই কোর্টে তোলা হয়। অভিযুক্তরা হল, জাম্বনী থানার হোমগার্ড বাহাদুর মান্ডি সহ শংকর মণ্ডল, মলয় কর্মকার, মহেন্দ্র হাঁসদা, বাবলু দলই ও বাবুলাল সরেন। এদিন অভিযুক্তদের প্রত্যেককে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তাদের মাষ্টারমাইন্ড ছিল হোমগার্ড বাহাদুর মান্ডি।