২৪ এপ্রিল, ২০২৪

TET: নিয়োগ দুর্নীতিতে ফের ১১২ জনকে চাকরি দেওয়ার নির্দেশ হাইকোর্টের
CN Webdesk      শেষ আপডেট: 2022-09-08 10:02:52   Share:   

ফের আরো ১১২ জন টেট (TET) চাকরিপ্রার্থীকে চাকরি দেবার নির্দেশ। নির্দেশ  বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Avijit Ganguly)। আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে চাকরি দিতে হবে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Avijit Ganguly) বিচারে স্বস্তি চাকরিপ্রার্থীর মধ্যে। প্রথমে ২৩ জন, পরে ৫৪ জন, পরে আরো ১১২ জনকে চাকরি দেবার নির্দেশ দেওয়া হল।

প্রয়োজনে শূন্য পদ তৈরি করে চাকরি দিতে নির্দেশ হাইকোর্টের। ২৩ জনের পর এবার ২০১৪-র টেটে (TET) প্রশ্ন ভুলের জন্য ৬ নম্বর পাওয়া আরও ৫৪ জনকে ২৪ সেপ্টেম্বরের (SEPTEMBER) মধ্যে চাকরি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। প্রয়োজনে শূন্যপদ না থাকলে পদ তৈরি করে চাকরি দিতে হবে। 

২৮ শে সেপ্টেম্বরের মধ্যে শূন্যপদে এদের চাকরি দিতে হবে বলে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রতিভা মণ্ডল, পায়েল বাগরা যখন একই বছরের পরীক্ষার্থী ছিলেন এবং কোর্টের নির্দেশে তাদের চাকরি দেওয়া হয়ছিল, তাহলে সোহমরা কেন বঞ্চিত হবেন? পুজোর আগেই নিয়োগ চাই বলে মামলা দায়ের হয়েছিল আদালতে। তাতেই ওই নির্দেশ দেওয়া হয়েছিল।


Follow us on :