উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও শুরু হয়েছে বৃষ্টি। তবে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে সমস্যায় গোটা উত্তরবঙ্গবাসী। ইতিমধ্যেই বিভিন্ন নদীতে জলস্তর বৃদ্ধি পেয়েছে। রবিবার রাতে টানা বৃষ্টিতে কার্শিয়ংয়ে ১০ নম্বর জাতীয় সড়কে ধস নামে। কালিম্পঙের সঙ্গে সিকিম ও শিলিগুড়ির সড়ক যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়। ধসের জেরে জাতীয় সড়কে বন্ধ যান চলাচল। সোমবার সকাল থেকেই রাস্তা পরিস্কারের কাজ শুরু হয়েছে। কয়েকদিন আগেই শিলিগুড়ি থেকে সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়কে রংপো ও সিংথামের মাঝে ধস নামে। দীর্ঘক্ষণ ওই রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ ছিল। বিচ্ছিন্ন হয়ে যায় সিকিমের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ। সেনাবাহিনীর বহু চেষ্টার পর স্বাভাবিক হয় পরিষেবা। তারপর আবার রবিবার রাত ২টো নাগাদ কালিঝোরার কাছে ধস নামে। সড়কপথে সমস্ত যোগাযোগ বন্ধ রয়েছে এই মুহূর্তে। বিপাকে পড়েছেন পর্যটকেরা।
স্থানীয়রা জানান, বৃষ্টির দিনে এমন সমস্যা হবেই। ধসে আটকে গিয়েছে গাড়ি, আপাতত ভরসা হাঁটা পথই। তবে এতে ধীরে ধীরে আরও সমস্যা হবে বলেই আশঙ্কা তাঁদের।