বীরভূম (Birbhum) জেলার বেশ কিছু জায়গায় সিবিআই (CBI) এবং ইডি (ED) একযোগে হানা দিল বুধবার।
নানুর থানার অন্তর্গত বাসাপাড়া গ্রাম। এখানে তৃণমূল নেতা সেলিম খানের (Selim Khan) বাড়িতে এদিন সকালেই ঢুকেছে সিবিআই। বাড়ির সামনে রয়েছে কেন্দ্রীয় বাহিনী (Central Force), ভিতরে তল্লাশি চালাচ্ছে সিবিআই। সূত্র মারফত খবর, সেলিম খানকে সিবিআই বাড়ির ভিতরে জেরা করছে। সকাল ৯ টা থেকেই এই তল্লাশি অভিযান শুরু হয়।
পাশের গ্রামে সেলিম খানেরই ঘনিষ্ঠ এক নেতার বাড়িতে হানা দেয় ইডি। বেশ কিছু ব্যবসার সঙ্গে যুক্ত মুক্তার সেখ আর্থিক তছরূপের সঙ্গে জড়িত বলে অভিযোগ।
ইতিমধ্যে শান্তিনিকেতনে ৩০ জনের বেশি ইডি আধিকারিক পৌঁছে গিয়েছেন। অর্পিতা এবং পার্থ চট্টোপাধ্যায়ের শান্তিনিকেতনে যে সব সম্পত্তির খোঁজ মিলেছে, সেখানেই হানা দেন ইডি আধিকারিকরা। তাঁরা এদিন ঢুকে পড়েন 'অপা'তেও (APA)। তাঁদের সঙ্গে ছিল বিশাল কেন্দ্রীয় বাহিনী।
সিঊড়িতেও তিনটি বাড়িতে তল্লাশি শুরু করেছে সিবিআই। ইডি সকাল থেকে টুলু মণ্ডলের বাড়িতে তল্লাশি চালায়। এছাড়া তাঁর মহম্মদ বাজারে একটি পাম্পে তল্লাশি চলছে বলে জানা গিয়েছে। সাজানো পল্লির বাড়িতে দুটি তালা ভেঙে ঢুকতে হয়। এই বাড়িতে কী কী আছে, তার তল্লাশি চলছে।