LATEST NEWS
29 May, 2023

Deadbody: শ্রীরামপুরে দিল্লি রোডের পাশে মুণ্ডহীন দেহ, পাঁচিলে রক্তের ছিটে
CN Webdesk      শেষ আপডেট: ২০২২-০৫-০২ ১৫:৪৩:২২   Share:   

শ্রীরামপুরে মুণ্ডহীন মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য। শ্রীরামপুরের রাজ্যধরপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় দিল্লি রোডের পাশে সোমবার সকালে স্থানীয়রা মৃতদেহ পড়ে থাকতে দেখেন। তাঁরাই খবর দেন পুলিসে।

একটি পানশালা লাগোয়া কারখানার পাঁচিলের পাশের ড্রেন থেকে মুণ্ডহীন দেহটি উদ্ধার করে পুলিস। কারখানার পাঁচিলে রক্তের ছিটে লেগে থাকতে দেখা যায়। জিনসের প্যান্ট এবং হাফ শার্ট পরা মৃত যুবকের বয়স বেশি নয় বলে অনুমান।

Ad code goes here

চন্দননগর পুলিসের এসিপি-১ শুভতোষ সরকারের নেতৃত্বে পুলিস বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়। মৃতদেহ যেখানে পড়েছিল, তার পাশে প্লাস্টিক জড়ো করা ছিল। বাইরে থেকে খুন করে নিয়ে এসে এখানে ফেলা হয়েছে বলে এসিপির প্রাথমিক অনুমান। মৃতের পরিচয় জানার চেষ্টা করছে পুলিস। শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে পাঠানো হয়েছে দেহটি।

Ad code goes here

Ad code goes here

Ad code goes here

Follow us on :