ব্যান্ডেল (Bandel) আরপিএফ (RPF) অফিসের সামনে হকারদের (Hawkers) বিক্ষোভ। হকারদের সংগঠন জাতীয় বাংলা সম্মেলনের নেতাকে আটক করায় বিক্ষোভে সামিল হন হকাররা। গরমে অসুস্থ হয়ে পড়েন এক মহিলা হকার। বর্তমানে তিনি হাসপাতালে (Hospital) চিকিৎসাধীন।
উল্লেখ্য, গত ৮ এপ্রিল হুগলি (Hoogly) স্টেশনে হকার উচ্ছেদ অভিযানে নামে আরপিএফ। সেদিন কয়েকশো হকারের বাধা ও বিক্ষোভের (Agitation) মুখে পড়ে পিছু হঠতে বাধ্য হয় আরপিএফ। উচ্ছেদে বাধা দেওয়া জাতীয় বাংলা সম্মেলনের দুই নেতাকে সমন পাঠায় আরপিএফ। রবিবার ব্যান্ডেল আরপিএফ অফিসে হাজিরা দিতে গেলে সিদ্ধব্রত দাস নামে এক নেতাকে আটক করে রাখা হয় বলে অভিযোগ।
এরপরেই হকাররা বিক্ষোভ শুরু করেন। তাঁদের অভিযোগ, রেল পুলিস হকারদের উপর মারাত্মক জুলুম করে। ট্রেনে হকারি করে যাঁদের পেট চলে, তাঁদের ধরে মোটা টাকা জরিমানা করে। যারা স্টেশনে হাকারি করে, তাদের উপরও জোরজুলুম করা হয়। যে পরিমাণ জরিমানা চাওয়া হয়, তা সাধ্যের বাইরে। এরই প্রতিবাদে সামিল হয় হকার সংগঠন। যতক্ষণ না তাঁদের দলের নেতাকে ছাড়া হবে এবং তাঁদের প্রতিশ্রুতি না দেওয়া অবধি বিক্ষোভ চালিয়ে যাবেন বলে জানান।