১০ই জুন প্রকাশিত হয় উচ্চ মাধ্যমিকের ফলাফল। গত শুক্রবারই মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এদিন সকাল ১১ টা নাগাদ সাংবাদিক বৈঠক করে ফলাফল প্রকাশ করেন সংসদ সভাপতি চিরঞ্জিব ভট্টাচার্য। এদিন ফলাফল ঘোষণার পাশাপাশি ২০২৩ সালের উচ্চমাধ্যমিকের সূচিও ঘোষণা করেন। এদিনের ঘোষণা অনুযায়ী, আগামী বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৪ মার্চ থেকে। শেষ হবে ২৭ মার্চ।
অর্থাৎ প্রায় ১৩ দিন ধরে পরীক্ষা চলবে। তবে কবে কোন বিষয়ে পরীক্ষা হবে, সেই বিষয়ে এখনও পর্যন্ত সংসদের তরফে কিছু স্পষ্টভাবে জানানো হয়নি। তবে আগামী বছর একেবারে পুরানো পদ্ধতিতেই ফিরে যাওয়ার কথা বলেছেন সংসদ সভাপতি চিরঞ্জিব ভট্টাচার্য।
সংসদ সভাপতি চিরঞ্জিব ভট্টাচার্যের ঘোষণা অনুযায়ী, ২০২৩ সালের পরীক্ষা হবে পুরো সিলেবাস জুড়েই। এছাড়াও ২০১৩ সালে আর হোম ভ্যানুতে পরীক্ষা নেওয়া হবে না। যা এবছর করা হয়েছিল করোনাকাল কাটানোর পর। পুরানো পদ্ধতিতেই বাইরের স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের।