ব্রেকিং নিউজ
Governor-of-Manipur-on-additional-charge-of-Bengal-after-Dhankars-resignation
Govornor: ধনকরের ইস্তফার পর বাংলার অতিরিক্ত দায়িত্বে মণিপুরের রাজ্যপাল

Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-07-18 08:50:23


আপাতত পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকরের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। তারপরেই অস্থায়ী রাজ্যপাল হিসাবে গণেশনের নাম ঘোষণা করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। মণিপুরের দায়িত্ব পালনের পাশাপাশি এবার বাংলারও দায়িত্বভার সামলাবেন গণেশন। সম্প্রতি রবিবার রাষ্ট্রপতি ভবনের একটি বিবৃতি প্রকাশ পায়।

তাতে উল্লেখ রয়েছে, ‘পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনকর। তাঁর সেই ইস্তফাপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। এখন থেকে নিজের দায়িত্ব ছাড়াও পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদের দায়িত্ব পালন করবেন মণিপুরের রাজ্যপাল লা গণেশন।’

প্রসঙ্গত, রবিবারই ইস্তফা দেন রাজ্যপাল জগদীপ ধনকর। রাষ্ট্রপতির কাছে তিনি তাঁর পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছিলেন। তিনি রবিবার অবশ্য দিল্লিতেই ছিলেন। সেখানে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করেন। অমিত শাহ তাঁকে উত্তরীয় পরিয়ে অভিনন্দন জানান এবং মিষ্টিমুখ করান। সোমবার তিনি উপরাষ্ট্রপতি পদে লড়াই করার জন্য মনোনয়নপত্র জমা দেবেন বলেই জানা গিয়েছে।






All rights reserved © 2021 Calcutta News   Home | About | Career | Contact Us

এই সংক্রান্ত আরও পড়ুন