Share this link via
Or copy link
পার্থর চার্জশিটে অনুমোদন রাজ্যপালের। বৃহস্পতিবার চার্জশিটে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নামে অনুমোদন দেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থর নামে আগেই চার্জশিট পেশ করে সিবিআই। সেই সময়েই রাজ্যপালের কাছে অনুমোদন চেয়েছিল সিবিআই। বৃহস্পতিবার আদালতে সিবিআই জানায়, সেই অনুমোদন মিলেছে ইতিমধ্যেই। উল্লেখ্য, এতদিন পর্যন্ত অনুমোদন না থাকায় আদালত চার্জশিট গ্রহণ করেনি। যেহেতু পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রী ছিলেন, আর মন্ত্রীকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল, তাই তাঁর গ্রেফতারির ক্ষেত্রে বা চার্জশিটে নাম দেওয়ার ক্ষেত্রে রাজ্যপালের অনুমতির প্রয়োজন হয়। অবশেষে সেই অনুমোদন আসায় এবার আদালতে সেই আবেদন পেশ করেন তারা।
নিয়োগ দুর্নীতি মামলার ওই চার্জশিটে প্রাক্তন শিক্ষামন্ত্রী ছাড়াও আরও পাঁচ অভিযুক্তের নাম ছিল। শান্তিপ্রসাদ সিনহা সহ একাধিক প্রাক্তন আধিকারিকের নাম ছিল সেই চার্জশিটে। সেই সব আধিকারিকের জন্য আবার অনুমোদন চাওয়া হয়েছে রাজ্য সরকারের কাছে। সেই অনুমোদন এখনও মেলেনি। ফলে ওই সমস্ত আধিকারিকদের জন্য এখনও অপেক্ষায় সিবিআই। ফলে এই চার্জশিট আদালত গ্রহণ করবে কী না নাকি বিকল্প পন্থা অবলম্বন করতে হয় সিবিআইকে সেই প্রশ্নটা থেকেই যাচ্ছে।