২৫ এপ্রিল, ২০২৪

DA: বকেয়া ডিএ-র দাবিতে ৩০ অগাস্ট রাজ্যব্যাপী দু'ঘণ্টার কর্মবিরতি সরকারি কর্মচারী সংগঠনের
CN Webdesk      শেষ আপডেট: 2022-08-26 21:02:54   Share:   

রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ৩১% মহার্ঘ ভাতার দাবিতে ৩০ অগাস্ট কর্মবিরতি পালন করবে রাজ্য কো-অর্ডিনেশন কমিটি। মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে বেলা দেড়টা পর্যন্ত পালিত হবে কর্মবিরতি। রীতিমতো সাংবাদিক বৈঠক করে এই কর্মসূচি ঘোষণা করেছে রাজ্য সরকারি কর্মীদের এই সংগঠন।

সংগঠনের তরফে আয়োজিত সাংবাদিক বৈঠকে অভিযোগ তোলা হয়েছে, ডিএ বা মহার্ঘ ভাতা চাইতে গেলে সরকারি কর্মীদের প্রতি খারাপ ব্যবহার করা হচ্ছে। এর প্রতিবাদে আমরা প্রত্যক্ষ সংগ্রামে নামবো। ৩০ তারিখের কর্মসূচির পর বৃহৎ আন্দোলনের পথে হাঁটবো।

রাজ্য কো-অর্ডিনেশন কমিটির দাবি, 'কেন্দ্রের ডিএ এবং বাজার দরের সঙ্গে তাল মিলিয়ে সব রাজ্যেই তাদের বকেয়া ডিএ দিচ্ছে। কিছু রাজ্য এখনও কিস্তিতে পিছিয়ে। কিন্তু আমাদের রাজ্যে এখনও পর্যন্ত ৩১% ডিএ বকেয়া। তারপরেও সরকারের ভূমিকা এবং বঞ্চনার প্রতিবাদে আমাদের কর্মসূচি। মূলত তিন দফা দাবিতে আমাদের কর্মবিরতি পালন হবে।'

এদিকে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে বকেয়া ডিএ চেয়ে এদিন নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে বিক্ষোভ দেখানো হয়েছে। এই সংগঠনের দুটি দাবি, 'আদালতের নির্দেশে অবিলম্বে বকেয়া ডিএ মেটানো। আর সরকারি সব দফতরের শূন্যপদ পূরণ করা।'


Follow us on :