ফের বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য। দক্ষিণ ২৪ পরগনার শম্ভুনগর (Shambhunagar) গ্রাম পঞ্চায়েতের মিত্রপুর গ্রামে উদ্ধার হয় বোমাগুলি (bomb)। এক-দুটি নয়, আনুমানিক ৪০ থেকে ৪৫টি তাজা বোমা উদ্ধার হয়। উদ্ধার করে গোসাবা থানার পুলিস (police)। খবর চাউর হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কোথা থেকে আসল এতগুলি বোমা? কে বো কারা আছে এই ঘটনার নেপথ্যে? তদন্ত শুরু করেছে পুলিস। তবে সাত সকালেই এতগুলি বোমা উদ্ধার ঘিরে আতঙ্কে স্থানীয়-সহ গ্রামবাসী।
পুলিস সূত্রে জানা যায়, মিত্রপুর গ্রামে একটি ধান ক্ষেতের পাশে জলা জায়গায় বোমা গুলি কে বা কারা রেখে গিয়েছিল, তবে গোটা ঘটনার তদন্ত করছে পুলিস। ইতিমধ্যে পুলিস সেই জায়গাটিকে ঘিরে রেখেছে। বোমাগুলি যত তাড়াতাড়ি সম্ভব নিষ্ক্রিয় করা হবে বলে জানিয়েছেন পুলিস কর্তারা।
এদিকে, বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। সেই পঞ্চায়েত ভোটের আগেই এই বোমাগুলি উদ্ধার হয়। ঘটনাকে কেন্দ্র করে একদিকে যেমন শাসক দলের অভিযোগের তীর স্থানীয় বিজেপি নেতৃত্বদের বিরুদ্ধে। অন্যদিকে, এমন ঘটনায় ক্ষোভ উগড়ে দিয়েছে বিজেপি নেতৃত্বরাও।