রাজ্যে একাধিক জায়গায় শ্লীলতাহানির (molest) ঘটনা উঠে আসছে। এরই মধ্যে শিলিগুড়িতে (siliguri) নাবালিকা ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনায় ইতিমধ্যে ওই শিক্ষকের বিরুদ্ধে এনজেপি (New jalpaiguri police station) থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ছাত্রীর (student) পরিবার।
অন্যদিকে, এই ঘটনা প্রকাশ্যে আসতেই ওই শিক্ষকের বাড়িতে চড়াও হন স্থানীয়রা। যদিও ওই শিক্ষক সহ তাঁর পরিবারের সদস্যরা ততক্ষণে বাড়ি ছেড়ে দিয়েছিলেন বলেই খবর প্রাথমিকভাবে। ক্ষিপ্ত জনতা ওই শিক্ষককে বাড়িতে না পেয়ে, তাঁর গাড়িতে হামলা চালায়। অন্যদিকে, থানায় অভিযোগ দায়ের হওয়ার পরই তদন্ত শুরু করেছে পুলিস। ঘটনাটি শিলিগুড়ি পুর এলাকার ৩২ নম্বর ওয়ার্ডের। অভিযোগ, বেশ কয়েক মাস যাবৎ ওই শিক্ষক ভয় দেখিয়ে যৌন নির্যাতন চালিয়ে গিয়েছিলেন। অবশেষে বিষয়টি প্রকাশ্যে আসতেই পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয় থানায়।
ঘটনা প্রসঙ্গে ছাত্রীর বাবা জানিয়েছেন, বেশ কিছু দিন যাবৎ টিউশন পড়তে যাওয়ায় অনীহা দেখাচ্ছিল তাঁর মেয়ে। এরপর মেয়েকে বকা-বকি দিতেই সে সবটা জানায়। অভিযোগ, টাকার প্রলোভন দেখিয়ে ওই শিক্ষক বিষয়টি ধামাচাপাও দিতে সচেষ্ট হয়েছিলেন। তাঁর দাবি, ওই শিক্ষকের যেন কঠোর শাস্তি হয়।
প্রসঙ্গত, যে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি বিগত পুরনির্বাচনে বামফ্রন্ট্রের প্রার্থী ছিলেন। সেক্ষেত্রে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।