ব্রেকিং নিউজ
Fraud মোবাইল অ্যাপের মাধ্যমে কোটি কোটি টাকার প্রতারণা দক্ষিণ ২৪ পরগনায়
HomestateFraud মোবাইল অ্যাপের মাধ্যমে কোটি কোটি টাকার প্রতারণা দক্ষিণ ২৪ পরগনায়
Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-01-20 19:58:28
ডিজিটাল মাধ্যমকে হাতিয়ার করে দামি কোম্পানির নাম ব্যবহার করে মোবাইল অ্যাপের মধ্য দিয়ে আর্থিক প্রতারণার অভিযোগ। কয়েক কোটি টাকার প্রতারণা। প্রতারিত কয়েক হাজার মানুষ।
দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার অধীনস্থ আমতলা এলাকার ১২০০ মানুষ এবং জেলায় 8 হাজার মানুষ প্রতারিত ইন্টারগ্রাফইন কোম্পানির নামে একটি মোবাইল অ্যাপের মাধ্যমে। প্রতারিতরা জানাচ্ছেন, মোবাইলের প্লে স্টোরে গিয়ে এই অ্যাপটি পাওয়া যাবে না। এটি কারও লিঙ্ক-আপ থাকলে সে যদি কাউকে শেয়ার করে, তারপর লিঙ্কে গিয়ে ক্লিক করলেই অ্যাপটি খুলে যাবে। এখানে প্রথমে ছোট অঙ্কের টাকা জমা করতে বলা হচ্ছে। যেমন ৯৮০ টাকা দিয়ে জয়েন করতে উৎসাহিস করা হচ্ছে বলে অভিযোগ।
তারপর হাজার, ৫ হাজার, ১০ হাজার, এমনকী ১ লক্ষ টাকা দিলে প্রতিদিন ৭ হাজার টাকা দেওয়া হবে বলে প্রলোভন দেখানো হয়। প্রথমে ছোট অঙ্কের টাকা দিয়ে প্রলোভন ও পরে বড় অঙ্কের টাকা জমা করতে বলা হচ্ছে নানা পরিচিত ডিজিটাল মাধ্যমে।
প্রতারিতরা জানান, ঠিকভাবে বেশ কয়েক মাস চলছিল। কিন্তু ২০২১-এর ডিসেম্বর মাসের ৩০ তারিখ থেকে সমস্যা শুরু হয়। তারপর তাঁরা জানতে পারেন, এটি ভুয়ো সংস্থা। বিষ্ণুপুর থানায় চলতি মাসে লিখিত অভিযোগ দায়ের করেন প্রতারিতরা। পুলিস জানিয়েছে, তাদের ডায়মন্ড হারবার জেলা পুলিসের সাইবার ক্রাইমে যোগাযোগ করতে হবে। এরপরই প্রতারিতরা সাইবার ক্রাইমের দ্বারস্থ হন।
এই অ্যাপটি যারা দক্ষিণ ২৪ পরগনা জেলায় নিয়ে আসে, তারা হল সরুফ সুন্দর সুইটিয়া, শঙ্কর প্রসাদ মাইতি নামে ২ ব্যক্তি। যাদের বাড়ি কাকদ্বীপ থানার অধীনস্থ এলাকায়। এই প্রতারণায় সাধারণ মানুষকে প্রভাবিত করতে মন্ত্রীদের ছবিও ব্যবহার করছে বলে অভিযোগ। এমনকী বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতারকরা হুমকি দিচ্ছে বলেও অভিযোগ উঠছে।